১ টন রডের ওজন কত | 1 Ton Rod Price
- আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৮৫ বার পড়া হয়েছে
এখনো অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন যে ১ টন রডের ওজন কত সে বিষয় সম্পর্কে। যারা রড কিনতে চান তারা অনেকে এ বিষয় নিয়ে পড়েন কনফিউশনে। আর আজকের এই সমস্যার সমাধান চেষ্টা করবো আপনাদের সামনে যাতে করে উক্ত বিষয় সম্পর্কে জানতে পারেন এবং রড কেনার সময় সঠিক দামে কিনতে পারেন।
১ রডের টন দাম কত
মূলত রড হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ বা ধাতব পদার্থ। আর এটি বিক্রি করা হয়ে থাকে ওজন পরিমাপ হিসাব করে। আর এই হিসাব ছোট আকারে করা হয়ে থাকে কেজিতে বা কিলোগ্রামে। আর এই কেজি বা কিলো গ্রামে বিক্রি বা কেনাবেচা করা হয়ে থাকে। আর যারা বড় পরিসরে বিক্রি করেন বা কেনা হয়ে থাকে তারা টনের হিসেবে কিনা থাকেন। কারণ কেজি মাঝারি আকারে এবং হচ্ছে বিশাল আকারের পরিমাণ। আর যারা বাসাবাড়ি কিংবা বড় নির্মাণের কাজ করতে চান তারা প্রানের হিসেবে কিনেন বা অন্যান্য কাজের জন্য বড় বাজেটে কিনতে গেলে এই টনের হিসাব করা হয়ে থাকে। আমাদের দেশে বিভিন্ন রডের দাম বিভিন্ন রকম থাকলেও আমরা এখন বিল্ডিং কিংবা দালান কোটা তৈরি জন্য যে রক্ত ব্যবহার করা হয় সে রোডের দাম সম্পর্কে জানব এখন।
১ কেজি রডের দাম | ৮০ থেকে ৯৫ টাকা |
১ টন রডের দাম | ৮০ হাজার থেকে ৯৫ হাজার টাকা। |
এখানে যে মূল্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অনুযায়ী সর্বশেষ মূল্য। বিভিন্ন কোম্পানি এবং রডের ক্যাটাগরি অনুসারে এর দামের পার্থক্য হয়ে থাকে। তাই আপনারা সর্বশেষ দাম অনুসারে এর তথ্যগুলো জেনে নেবেন যাতে করে আপনারা সঠিক মূল্য এটি কিনতে পারেন। তাই আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এ সকল তথ্যগুলো আপডেট দেওয়ার জন্য। যাই হোক এখন আমরা মূল আলোচনায় চলে যাব।
১ টন রডের ওজন কত
রোড যেহেতু ওজন কিংবা কেজি অথবা টনে বিক্রি করা হয়ে থাকে। সেহেতু এ ওজনে গ্রাহকদের কিনতে হয়। আর এই রড কেনার সময় বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। বিক্রেতারা এই সকল পণ্য বিক্রির সময় বেশ সচেতন থাকে এবং দক্ষ থাকেন। কিন্তু যারা নতুন বাসা বাড়ি করেন তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় এই রড কেনার জন্য। তবে যারা নিয়মিত কাজ করে যে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের সঙ্গে জড়িত কিংবা কন্টাক্টরের কাজ করে তাদের এ বিষয়ে পারদর্শী থাকে কিংবা সংশ্লিষ্ট মিস্ত্রি দক্ষতা অত্যন্ত। কিন্তু যারা নতুন থাকে তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে যে কিভাবে ওজন করা হয় এবং কিভাবে কেনা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। আর কিভাবে এগুলো কেনা হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে টনে। যারা বিল্ডিং বা বড় সড়ক কনস্ট্রাকশন কাজের জন্য কিনে থাকেন তারা টন হিসেবে কিনে থাকেন এগুলো। এই কারণে অনেকে জানতে পারে না।
১ টন সমান | ১০০০ কেজি। |
১ টন রড সমান | ১০০০ কেজি। |
১০০০ কেজি সমান | ১ টন। |
এই হিসাব অনুসারে আপনারা রড কিনতে পারেন। বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে এই হিসাব অনুসারে বড় অ্যামাউন্ট এর রড গুলো বিক্রি করা হয়ে থাকে। আর আপনি কেনার পূর্বে অবশ্যই রডের কোয়ালিটি এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে তারপর কিনবেন। আর দাম বিভিন্ন কোম্পানি অনুসার এবং কোয়ালিটির অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে বেশিরভাগ সময়। অবশ্যই আপনারা এখান থেকে জানলেন ১ টন রডের ওজন কত সে বিষয়ে সম্পর্কে। কারণ এ বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে পাঠকদের বিশেষ করে যারা নতুন হিসেবে রড কিনতে চাচ্ছেন তারা।
আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনার দালান কাঠামোর জন্য এগুলো কিনবেন অবশ্যই ভালো মানের এমন ভালো ব্র্যান্ডের গুলো নিবেন। কেননা আপনার একটা বাড়ি কিংবা ভবন আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে আমাদের কাছেও এটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কন্ট্রাকটরদের এই বিষয়টি বেশি খেয়াল রাখা উচিত যাতে করে ভালো মানের রড ব্যবহার করে ভালো কাঠামো গড়ে তুলতে পারেন তারা।