বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ
- আপডেট সময় : ০১:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ১০৭ বার পড়া হয়েছে
কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। আর এই খেলায় জয়লাভ করেছে বাংলাদেশ। আজকে এই খেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং এনালাইসিস সম্পর্কে আলোচনা করব।
এশিয়া মহাদেশের জনপ্রিয় খেলার তালিকার মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্রিকেট। প্রায় কয়েক শত কোটি দর্শক রয়েছে এখানে যা সরাসরি এই খেলাগুলো উপভোগ করে থাকেন। আন্তর্জাতিকভাবে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হলেও এশিয়া দেশের জন্য বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন হয়। আর এ সকল মহাদেশের আয়োজনে অংশগ্রহণ করে এশিয়ার শক্তিশালী সকল দলগুলো।
ঠিক তেমনভাবে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল এশিয়া কাপ ২০২৪। কিন্তু এবার সকল দেশের জাতীয় দলের খেলা অনুষ্ঠিত হয়নি। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এখানে অংশগ্রহণ করতে পেরেছে যাদের বয়স 19 বছরের কম। আর এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সাম্প্রতিক সময়।
বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব ১৯
খেলাটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এখন ভারতসহ এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দল। সবগুলো দলকে হারিয়ে ফাইনালে উঠে ভারত এবং বাংলাদেশ। এ দুই দেশের খেলার প্রেডিকশন সম্পর্কে যদি জানি তাহলে ব্যাপক হাড্ডাহাড্ডি থাকে। মানে দুই দল প্রায় সমান সমান পারফরমেন্স করে। ফাইনাল ম্যাচে এই দুই দল একে অপরের বিপক্ষে খেলেছেন।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ক্রিকেট দল। তারা ১৯৮ রান করে 49.1 ওভারে। তার বিপরীতে ভারত ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশে বলার দের কাছে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ৩৫.২ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। আর অবশেষে জয়লাভ করে বাংলাদেশ ক্রিকেট টিম।
অর্থাৎ বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব ১৯ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের জয় লাভ হয়। আর এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন একটি ইতিহাস গঠিত হয়। দেশে ফিরেছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছেন। আর বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা জানিয়েছেন তরুণদের হাত ধরেই পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ হাতে আসবে।