আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াড ২০২৫
- আপডেট সময় : ০২:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২২০ বার পড়া হয়েছে
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াড নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। কারণ কেন তা বাদ পড়েছে একই সঙ্গে আরো অন্যান্য তথ্যগুলো।
ইতিমধ্যে সারা আইসিসি কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় সকল দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স দল ঘোষণার মাধ্যমে শুরু হয়েছে অন্যরকম এক ধরনের আলোচনা। তবে যাই হোক আজকে আমরা অন্য দেশের স্কোয়াড সম্পর্কে জানব না। শুধু আমরা জানবো বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে। কারণ এখানে এ বিষয় নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা উভয় হচ্ছে এখন।
তবে একটি বিষয়ের জন্য রাখা ভালো এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করছে পাকিস্তান। যদিও এ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন ভারত। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এই বিষয় নিয়ে তুলে ধরেছিল ভারত। তবে যাই হোক এখন আমরা ওই ব্যাপারে জানবো না জানবো বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াড ২০২৫
ইতিমধ্যে বাংলাদেশের এই খেলার দলের তালিকা প্রকাশিত করেছে। যেখানে উল্লেখ রয়েছে সকল খেলোয়াড়দের নাম। কিন্তু এখানে আলোচনায় এসেছে যে সাকিব আল হাসান কেন থাকলো না। অনেকেই মনে করছেন ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাকে কেন্দ্র করে তাকে রাখা হয়নি। কিন্তু মূলত ঘটনা ওই কারণে তাকে রাখা হয়নি এমনটা ভুল। মূলত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে সাকিব আল হাসানের বোলিং একশন পরীক্ষা। সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেনি যার কারণে তিনি স্কোয়াডে যোগদান করতে পারেননি। এমনটাই উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াড এ তামিম ইকবালকে রাখা হলো না কেন। এ প্রশ্নের উত্তর আমাদের এখনো জানা হয়নি। তবে শোনা যাচ্ছে শুক্রবার পর্যন্ত অনেকেই অপেক্ষায় ছিল তার এই যোগদানের কথার বিষয়ে। কিন্তু একদিকে তামিম এগুলো ঘোষণা দিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন আর সেই অনুযায়ী তিনি থাকছেন না। অন্যদিকে রয়েছে লিটন কুমার দাস। তাকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে রয়েছে অনেকের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা। বিশেষ শর্তে জানা গিয়েছে সীমিত ওভারের এই ক্রিকেটার আয়োজনে তিনি ফর্মেই তার জন্য। তবে প্রকৃত কথাটি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে যাই হোক এখন আমরা এই স্কোয়াড সম্পর্কে জানব।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে। আর এখানে রয়েছেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং রিসাদ হোসেন।
এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াড ২০২৫। এ সম্পর্কে আরো অন্যান্য তথ্য বিষয় গুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এখান থেকে অবশ্যই এই খেলার ট্রফির আয়োজন নিয়ে নানা ধরনের তথ্য এবং লাইভ খেলা দেখতে পারবেন।
More: খুলনা বনাম রংপুর বিপিএল