চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫ | ICC Champions Trophy 2025
- আপডেট সময় : ০১:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৪০৮ বার পড়া হয়েছে
অবশেষে প্রকাশ করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫। আর এই ICC Champions Trophy 2025 schedule দেখে আপনারা এখান থেকে খেলা দেখতে পারবেন। কোন খেলা কবে অনুষ্ঠিত হবে এবং কার সাথে অনুষ্ঠিত হবে এ বিষয়গুলো দেখতে পারবেন।
জনপ্রিয় সকল খেলার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স খেলা। নির্দিষ্ট সময় পরপর এই খেলা অনুষ্ঠিত হয়ে। আর এখানে অংশগ্রহণ করে সারা বিশ্বজুড়ে যতগুলো শক্তিশালী দল রয়েছে তারা। এই খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের সকল ক্রিকেট ভক্তরা। কেননা এই খেলাটি মূলত অনুষ্ঠিত হয়ে থাকেন নক আউট করে।
যার কারণে এই খেলায় সব সময় টানটান উত্তেজনা বিরাজমান করে থাকে। আপনারা যারা এই খেলা উপভোগ করতে চান তাদের অবশ্যই সময়সূচি দেখতে হবে। কারণ এই সময়সূচী অনুসারেই খেলা অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫
এই খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিভিন্ন দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছেন। এই সকল স্কোয়াড দেখার জন্য অনেকে আগ্রহ ছিলেন। আর সবচেয়ে আগ্রহ বেশি ছিল এখানকার সময়সূচী দেখার জন্য। এই অনুষ্ঠানে কোন দেশের কবে খেলা এবং কোথায় খেলা এ বিষয়গুলো দেখা যাবে। চলো না এখন আমরা এ বিষয়গুলো দেখে নেই নিচে থেকে।
উপরে আপনারা দেখলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫। এছাড়াও এই খেলার বিভিন্ন ম্যাচের সরাসরি সম্প্রচার যদি দেখতে চান। তাহলে আপনারা এখান থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। কারণ এখানে প্রতিটি খেলার লাইভ দেখানো হবে আপনাদের জন্য।
ICC Champions Trophy 2025 schedule
তারিখ | মুখোমুখি |
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান–নিউজিল্যান্ড |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ–ভারত |
২১ ফেব্রুয়ারি | দ.আফ্রিকা–আফগানিস্তান |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–ইংল্যান্ড |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান–ভারত |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ–নিউজিল্যান্ড |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা |
২৬ ফেব্রুয়ারি | ইংল্যান্ড–আফগানিস্তান |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ–পাকিস্তান |
২৮ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–আফগানিস্তান |
১ মার্চ | ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা |
২ মার্চ | ভারত–নিউজিল্যান্ড |
৪ মার্চ | ১ম সেমিফাইনাল |
৫ মার্চ | ২য় সেমিফাইনাল |
৯ মার্চ | ফাইনাল |
আপনারা সময়সূচি থেকে দেখতে পারছেন যে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই খেলা শুরু হবে। এই খেলা শেষ হবে আগামী নয় মার্চ পর্যন্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত কোন বিরতি নেই প্রত্যেকদিন খেলা রয়েছে। ফাস্ট মার্ক এই খেলা অনুষ্ঠিত হবে এরপর ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এবারের এই খেলাতে আটটি দল মোট ১৫ টি ম্যাচে অংশগ্রহণ করবে। এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সময়সূচি। আর এবারের খেলা গুলো হবে অনেক টানটান উত্তেজনা নিয়ে।