খুলনা বনাম রংপুর বিপিএল আজকের স্কোর | Khulna Vs Rangpur Match

- আপডেট সময় : ০৬:০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
আজকে জমে উঠবে খুলনা বনাম রংপুর বিপিএল ম্যাচ। আর আজকের Khulna Vs Rangpur Match উপভোগ করার জন্য আমাদের সঙ্গে থাকুন। কারণ আমাদের এই পত্রিকায় সরাসরি সম্প্রচার দেখানো হবে উক্ত খেলাটি।
আজকে উপরে অনুষ্ঠিত হয়েছে একটি ম্যাচ আর আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। পূর্বের ম্যাচটি আমরা দেখেছি সরাসরি এই ম্যাচটিও আপনারা দেখতে পারবেন এখান থেকে লাইভ। কিভাবে লাইভ দেখবেন তার নিচে পরিপূর্ণভাবে তুলে ধরা হচ্ছে একটু পর এখন আপনারা দেখে নেন বিভিন্ন খেলোয়াড়দের তালিকা। কারণ খেলার পূর্বে অবশ্যই খেলার তালিকা জানাও অত্যন্ত জরুরী তাহলে জানতে পারবেন কোন দল কেমন পারফরম্যান্স করবেন তার সম্ভাবনা। চলুন এখন আমরা এই খেলোয়ারদের তালিকা দেখে নিই নিচে হতে।
রংপুরের খেলোয়ারদের তালিকা- এ দলের রয়েছে এলেক্স, সাইফ হাসান, সৌম্য সরকার, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তৌফিক খান এবং নাহিদরা না সহ অন্যান্য ক্রিকেট তারকারা। যারা আজকে খুলনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নিজের দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
খুলনা বনাম রংপুর বিপিএল আজকের স্কোর
এই খেলা শুরু হয় মাত্র এখানে একটি স্কোর বোর্ড চালু হবে। আমি সেই স্কোরবোর্ড থেকে একজন দর্শক সরাসরি লাইভ খেলা উপভোগ করতে পারবেন। আপনারা এই খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে। সাধারণত টি স্পোর্টস এবং জিটিভিতে এই খেলা সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আরো বেশ কয়েকটি মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন।
যদি টফি অ্যাপ থাকে আপনার কাছে তাহলে সেটিতেও খেলা দেখতে পারেন। এজন্য প্লে স্টোর থেকে টপ অ্যাপ ডাউনলোড করে তারপর রেজিস্ট্রেশনের পরে খেলা দেখে নিবেন। এ সকল উপায়ে খেলা দেখা হয়ে থাকে।
Khulna Vs Rangpur Match
খুলনার খেলোয়ারদের তালিকা- রংপুরের মত খুলনাতেও বেশ শক্তিশালী খেলোয়াড়েরা রয়েছে। যারা বিগত ম্যাচগুলোতে পারফরমেন্স করেছে অনেক ভালো। ইব্রাহিম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মাহফুজুর রহমান, মেহেদিল হাসান মিরাজ এবং আরো অন্যান্য খেলোয়াড়েরা।
Rangpur: 186/5(20)
Khulna: 113/2 (13.3)
যাইহোক আপনারা যারা আজকের রংপুর বনাম খুলনা টাইগার্স খেলা উপভোগ করতে চাচ্ছেন। এখান থেকে সরাসরি উপভোগ করে নিতে পারেন। একই সঙ্গে সকল খেলার লাইভ স্কোর দেখুন এখান থেকে।