প্রাথমিক শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি কত টাকা
- আপডেট সময় : ০৯:২১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১৪১ বার পড়া হয়েছে
এখন আলোচনা হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি কত টাকা দেওয়া হবে। কারণ ১৫০ টাকা বর্তমান সময় থাকলেও তা ৫০০ টাকা করার দাবি উঠে আসছে। এই কত টাকা করা হবে এ বিষয় নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। আর সংশ্লিষ্ট বিষয়ে আজকের এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে। চলুন এখন আমরা জেনে নেই আজকের প্রতিবেদন থেকে আপনারা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবেন কিংবা অবগত হতে পারবেন।
১. বর্তমান উপবৃত্তি কত?
২. উপবৃত্তি কত রাখার প্রস্তাবনা করা হয়েছে?
বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কিংবা মানুষ নিজেদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে পারে এবং অন্যদের তুলনা আলাদা করে নিতে পারেন। আর এই জন্য সারা বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষা ব্যবস্থাপনা অনেকগুলো ফ্রিতে করে দেওয়া হয়েছে। ঠিক তেমনভাবে বাংলাদেশের জন্য প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে যতগুলো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রাথমিক কোর্স হচ্ছে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে। আর প্রায় প্রতিটি গ্রামে রয়েছে প্রাথমিক শিক্ষাবিদ্যালয়। যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এবং সরকারি খরচে পড়াশোনা শেষ করতে পারেন।
প্রাথমিক শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি কত টাকা নির্ধারণ করা হয়েছে
প্রাথমিক এই বিদ্যালয়ে পড়াশোনা করেন সারা বাংলাদেশদের প্রত্যেক বছর প্রায় ১০ লক্ষ এর বেশি শিক্ষার্থীরা। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরিমাণ এত এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে। এখানে প্রতিবছর শিক্ষার্থীরা নতুন করে ভর্তি হয় আর এই সকল শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করার জন্য সুযোগ দিয়েছেন বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশের জন্য সকল মানুষ শিক্ষিত হয় কিংবা স্বাক্ষরতার হার পরিমাণ বৃদ্ধি পায় এজন্যই এই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন।
ইতিপূর্বে টিফিন বাবদ বর্তমান সময় পর্যন্ত ১৮০ টাকা করে। আর এটি সারা বাংলাদেশ যেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এ বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করতেছে। কারণ অনেকেই মনে করতেছে এটির পরিমাণ অত্যন্ত কম এদের পরিমাণ বৃদ্ধি করা উচিত। সাম্প্রতিক সময়ে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে মাসিক 500 টাকা করে এই পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে সাক্ষরতার হার অভিযান সফল হবে। আর এ বিষয়ে দ্রুত বাজেট পাস করার জন্য আবেদন জানাচ্ছেন অনেকেই আর এ বিষয়ে প্রস্তাবনা করেছেন।
খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি কত বৃদ্ধি করা হবে সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসতে চলেছে। এজন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিয়ে সর্বশেষ আপডেট খবর যাতে করে এখানে উক্ত বিষয় সম্পর্কে দ্রুত অবগত হতে পারেন।