রাজশাহী রয়্যালস বনাম দুর্দান্ত ঢাকা বিপিএল | Rajshahi vs Dhaka BPL
- আপডেট সময় : ০৪:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ২৭৪১০ বার পড়া হয়েছে
আজকে শুরু হতে যাচ্ছে রাজশাহী রয়্যালস বনাম দুর্দান্ত ঢাকা বিপিএল খেলা। এই খেলায় Rajshahi vs Dhaka BPL তুমুল উত্তেজনা ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কারণ একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্কোরবোর্ড এগিয়ে যাওয়ার চেষ্টা করবে।
বর্তমানে বিপিএলের অন্যতম শক্তিশালী দল হচ্ছে রাজশাহী। আর তার কঠিন প্রতিদ্বন্দি হচ্ছে দুর্দান্ত ঢাকা। কিন্তু এবছর ঢাকা তেমন ভালো পারফরম্যান্স করে এগিয়ে যেতে পারছেন না। এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে ২০২৫ সালের বিপিএলে। প্রায় সবগুলো ম্যাচেই তারা হেরে গিয়েছে। তবে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রতিযোগিতার এই জয় লাভ করতে হয়েছে। এর জয় গুলো প্রতিদ্বন্দিতার জন্য এত সহজ ছিল না। খুব প্রতিযোগিতার মাধ্যমেই তাদের জয় লাভ হয়েছে।
রাজশাহী bpl squad 2025: রাজশাহীতে রয়েছে এনামুল হক বিজয়, ইয়াসির আলী, জিসান আলম, মিজানুর রহমান, নাসিম, সোহাগ গাজী, আসাদুজ্জামান পায়েল, মোঃ হারিসসহ ক্রিকেট তারকারা। যারা বিগত ম্যাচগুলোতে রাজশাহীকে জয় এনে দিয়েছে।
রাজশাহী রয়্যালস বনাম দুর্দান্ত ঢাকা বিপিএল
আজকের এই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থেকে। যারা এ খেলা উপভোগ করতে আগ্রহী তারা জিটিভি অথবা টি স্পোর্টস থেকে লাইভ খেলা দেখতে পারবেন। এছাড়াও টফি অ্যাপ থেকে খেলা লাইভ দেখার সুযোগ রয়েছে তাই আপনারা এখান থেকেও দেখতে পারেন সরাসরি।
আর আমাদের এখান থেকেও আপনারা খেলা উপভোগ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে সরাসরি এই খেলা দেখানো হয়ে থাকে। যখন এখানে খেলা শুরু হবে তখন একটি স্কোরবোর্ড চালু হবে। আর তার বিপরীতে আপনারা খেলা দেখতে পারবেন।
ঢাকার bpl স্কোয়াড; রিয়াজ হাসান, শাহাদত হোসেন, মুনিম শাহরিয়ার, রিয়াজ হাসান, তানজিদ হাসান, রঞ্জন, সায়েম আইয়ুব এবং লিটন কুমার দাস এবং অন্যান্য ক্রিকেট তারকারা।
Dhaka: 254/1(20) win
Rajshahi: 105/15.2
এই ছিল রাজশাহী রয়্যালস বনাম দুর্দান্ত ঢাকা বিপিএল স্কোরবোর্ড। আরো অন্যান্য টুর্নামেন্ট এবং খেলা গুলো দেখতে হলে আমাদের খেলা খবর পড়েন বেশি করে। আর এখানে সকল ধরনের খেলা খবর দেওয়া হয়ে থাকে সবার আগে।