আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল | IPL 2025 Point Table
- আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ১৪৫ বার পড়া হয়েছে
শুরু হয়ে গেছে ভারতের আইপিএল ২০২৫। আজকের এই প্রতিবেদনে আমরা আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল সম্পর্কে আলোচনা করব। যাতে করে এখান থেকে আপনারা প্রতিদিনের IPL 2025 Point Table দেখতে পারেন এখান থেকে। আরে এ পয়েন্ট টেবিল আপডেট করা হয়ে থাকে নিয়মিত প্রতি খেলা শেষে।
সারা বিশ্ব জুড়ে যতগুলো ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বলা হয়ে থাকে সারা বিশ্ব জুড়ে দামি টুর্নামেন্ট গুলোর মধ্যে অন্যতম একে টুর্নামেন্ট হচ্ছে এই আইপিএল যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এখানে সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের দামী দামী এবং ভালো পারফরম্যান্সের খেলোয়াড়দের কে নিয়ে আসা হয়ে থাকে খেলার জন্য বিভিন্ন দলগুলো। প্রত্যেক বছর এখানে নিলামের মাধ্যমে এই খেলোয়াড়দেরকে নিয়োগ দেওয়া হয়। যারা এই দলকে জিতে দেওয়ার জন্য আপনার চেষ্টা করে থাকেন।
সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে এ সকল খেলোয়াড়রা গেল বাংলাদেশ থেকে এর পরিমাণ থাকে অত্যন্ত কম। পূর্বে নিয়মিত ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, এবার থাকছেন কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। অন্যদিকে এখন পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ থেকে কোন খেলোয়ার এই ব্যাপার খেলছে কিনা সে বিষয় সম্পর্কে। অন্যদিকে পাকিস্তান থেকেও কোন খেলোয়াড় আসে না এখানে। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে বাছাই করে এ সকল খেলোয়াড়দেরকে আনা হয়। ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন ক্লাবের এবং অঞ্চলের ব্যাপক খেলোয়ারা এখানে পারফরম্যান্স করেন।
আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল
পূর্বের মতো এবারও আইপিএল খেলায় অংশগ্রহণ করছে শক্তিশালী সকল দলেরা। এ সকল দলের মধ্যে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল্স, গুজরাট টাইটান্স এবং অনলাইনে শক্তিশালী দলগুলো। তবে যাই হোক এই সকল দলে রয়েছে দুর্দান্ত সকল প্লেয়ারেরা। যারা এ সকল ম্যাচে পারফরম্যান্স করবে এবং এগিয়ে যাবে। মূলত আইপিএল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে পয়েন্ট টেবিলের উপর নির্ভর করে। যাদের পয়েন্ট ভালো হয় তারা প্রাথমিক ম্যাচগুলোর পর পরবর্তী ম্যাচগুলো খেলতে পারে এবং এভাবে চূড়ান্তভাবে ফাইনাল ম্যাচে খেলতে পারেন। তবে ফাইনাল ম্যাচে যারা জয় লাভ করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে এবারের আইপিএল ২০২৫ এর।
IPL point Table 2025
Team Name | Win | Lose | Point |
KKR | 0 | 1 | 0 |
RCB | 1 | 0 | 1 |
MI | 0 | 0 | 0 |
SRH | 0 | 0 | 0 |
RR | 0 | 0 | 0 |
LSG | 0 | 0 | 0 |
DC | 0 | 0 | 0 |
KXIP | 0 | 0 | 0 |
GT | 0 | 0 | 0 |
আইপিএল লাইভ দেখার নিয়ম
এবারের আইপিএলে পূর্বের মতো এ সকল পয়েন্ট টেবিল এর উপর নির্ভর করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল দেখার পাশাপাশি খেলা লাইভ দেখতে চান তাদের জন্য আমরা দুর্দান্ত কিছু টপিক নিয়ে হাজির হয়েছে। আপনার যদি টিভি চ্যানেলে দেখতে চান সে ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো সেখানে এই ধরনের খেলা সরাসরি লাইভ সম্প্রচার করা হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারেন। এজন্য গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের অ্যাপস পেলেও বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আইপিএলের অফিসিয়াল অ্যাপস। এটি আপনারা আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপরে দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন Hotstar এর অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা মোবাইল অ্যাপসের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি স্কোর দেখতে চান তাহলে সে ক্ষেত্রে গুগলে সার্চ করতে পারেন Today IPL Match লিখে। তাহলে এখান থেকে আপনারা আজকের এই খেলার লাইভ দেখতে পারবেন সরাসরি স্কোর আকারে।
এছাড়াও আমাদের এই পত্রিকাতে আপনারা সরাসরি এই খেলাটি লাইভ সম্প্রচার দেখতে পারবেন। আমরা প্রতিনিয়ত এই খেলার আপডেট দিয়ে তারপর যাতে করে আপনারা প্রতিটি স্কোর টিভি চ্যানেলের মত দেখতে পারেন তাই আমাদের পত্রিকায় চোখ রাখুন। আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল সম্পর্কে এই ছিল গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ তথ্য আমাদের কাছে।
আরোঃ আইপিএল ২০২৫ সময়সূচি