বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫ | BPL Point Table 2025

- আপডেট সময় : ০৪:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৯৩৪৯ বার পড়া হয়েছে
খেলা শুরু হয়ে গিয়েছে বিপিএল। বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫ দেখতে চাচ্ছেন অনেকেই। আমাদের এখানে টেবিল আকারে সরাসরি BPL Point Table 2025 দেওয়া হচ্ছে। এটি যখন খেলা শেষ হয় সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হয়ে থাকে।
প্রায় এক যুগের বেশি সময় ধরে শুরু হয়েছে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলাটি। আর শুধুমাত্র করোনা কালীন সময়ে এটি খেলা হয়নি আর বাকি সব সময় এই ম্যাচটি হয়েছে। প্রতিবার খেলার পূর্বে বিভিন্ন দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়দেরকে নিয়ে থাকে নিলামের মাধ্যমে। তবে এই নিলাম হয়ে থাকে টাকার উপর ভিত্তি করে। যে দলের পছন্দ যে খেলোয়ার তাকে বেশি দামে কিনে নিতে হয়। যে বেশি মূল্য হাকাবে সেই দিতে পারবে ওই খেলোয়ারকে।
এছাড়া পূর্ব থেকে যাদের খেলোয়াড় নেওয়ার হয়েছে তারা রিটেন করে রাখে যদি তাদের আবার রাখা হয়ে থাকে। তবে যাই হোক পূর্বের মতো এবারও দিলাম এর মাধ্যমে খেলোয়াড়দেরকে নেওয়া হয়েছে।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫
প্রতিবারের মতো এবারও অনেকগুলো দল রয়েছে। তবে অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে নেই। যারা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া নতুন দল হিসাবে হয়েছে রাজশাহী আর তারা প্রথমেই ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। এখানে নতুন দল হিসাবে তুলনামূলকভাবে ব্যাপক পারফরম্যান্সে রয়েছেন তারা। আসুন এখন আমরা দেখে নেই এই বিপিএল পয়েন্ট টেবিল সম্পর্কে।
BPL Point Table 2025
জয় | হার | পয়েন্ট | |
রংপুর রেঞ্জার্স | ৮ | ৪ | ১৬ |
ফরচুন বরিশাল | ৯ | ২ | ১৮ |
খুলনা টাইগার্স | ৬ | ৬ | ১২ |
চট্টগ্রাম কিংস | ৭ | ৪ | ১৪ |
রাজশাহী রয়্যালস | ৬ | ৬ | ১২ |
দুর্দান্ত ঢাকা | ৩ | ৯ | ৬ |
সিলেট স্ট্রাইকার্স | ২ | ১০ | ৪ |
পয়েন্টের উপর নির্ভর করে এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যারা পয়েন্ট বেশি পায় তারা পরবর্তী ধাপে যেতে পারে এবং সেখানে পারফরম্যান্স করতে পারেন। এরপর যারা সেমিফাইনালে জয়লাভ করে তারাই কেবল ফাইনালে খেলতে পারেন। যায় হোক যারা বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫ দেখতে আগ্রহী তারা উপরে থেকে দেখে নিবেন।
আমরা নিয়মিত এই টেবিলটি আপলোড করে থাকি যাতে করে সর্বশেষ স্কোর গুলো দেখতে পারেন। এছাড়াও আমাদের এখানে আজকের বিপিএল লাইভ দেখানো হয়ে থাকে। তাই আপনারা এখানে খেলা খবর দেখবেন এবং সেখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক খেলার স্কোর দেখতে পারবেন আলাদা আলাদা ভাবে।