বাংলাদেশ কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
- আপডেট সময় : ০১:৩১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৫ বার পড়া হয়েছে
এবারের এই বছরে কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর উক্ত নিয়োগ সার্কুলার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে স্থায়ী প্রার্থীদের এবং যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটদের পাঁচশত অধিক প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে বর্তমান প্রজন্মের যুবকদের আবেদন করার জন্য দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। আর উক্ত এই নিউজে এখন সংশ্লিষ্ট সার্কুলার সম্পর্কে উল্লেখিত বিষয়গুলো উপস্থাপন করা হলো।
বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের অন্যতম ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। এই পুলিশে রয়েছে বিভিন্ন ধরনের পদ এবং বিভিন্ন ধরনের বিভাগ। যেমন রয়েছে সশস্ত্র, নিরস্র, গোয়েন্দা বাহিনী ইত্যাদি। এদের প্রত্যেকের কাজ আলাদা আলাদা এবং দায়িত্ব আলাদা আলাদা থাকে। অর্থাৎ তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে এবং দেশের কল্যাণে ভূমিকা পালন করেন। আর এই সকল বিষয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে কারারক্ষী পুলিশ। আর এই কারারক্ষী পুলিশদের কাজ থাকে অর্থাৎ দায়িত্ব পালন করতে হয় সাধারণত বিভিন্ন কারাগারে।
কারণ জেল কর্তৃপক্ষের কর্তৃক দেওয়া আদেশগুলো অর্থাৎ কাজগুলো পালন করতে হয়। আর এগুলো সাধারণত তাদের অভ্যন্তরীণ এবং বাইরের দায়িত্ব পালন করে থাকেন। সাধারণত কারাগারে এদের দায়িত্ব বেশি থাকে বলে এদেরকে কারা রক্ষী বা জেল পুলিশ বলে থাকেন। তবে যাই হোক আজকে আমরা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানব।
বাংলাদেশ কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এখানে চাকরি করার স্বপ্ন থাকে অনেক যুবকের এবং অনেক শিক্ষার্থীদের। এটি একটি সরকারি চাকরি একদিকে এবং অন্যদিকে সরাসরি দেশের আইনশৃঙ্খলাতে ভূমিকা পালন করা যায়। যার কারণে এত বেশি আগ্রহ থাকে চাকরিপ্রার্থীদের। তবে এখানে প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন তা উল্লেখ করে দিয়েছে বর্তমান নিয়োগ সার্কুলারে। আর এখানে পদ সংখ্যা নির্দিষ্ট হওয়ার কারণে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে নেওয়া হয় বেছে বেছে।
যেমন এখানে রয়েছে উল্লেখিত নির্দিষ্ট শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতার সহ অন্যান্য বিষয়গুলো। যার নির্দিষ্ট ধাপ অতিক্রম করে প্রার্থীদের চূড়ান্তভাবে এখানে অংশগ্রহণ করতে হয়। আসুন এখন আমরা এ সকল যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নেই। যা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তুলে ধরা হচ্ছে।
কারারক্ষী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা
এখানে আবেদন করার জন্য নারী পুরুষ উভয়ের জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি কিংবা সমমান পরীক্ষায় পাশ করা লাগবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কেবল নির্দিষ্ট যোগ্যতা ভিত্তিতে এখানে আবেদন করতে পারবেন। চলুন এখন আমরা এই শারীরিক যোগ্যতা সম্পর্কে জানি।
এখানে ছেলেদের উচ্চতার প্রয়োজন ৫ ফুট ৫ ইঞ্চি এবং মেয়েদের শারীরিক উচ্চতার প্রয়োজন ৫ ফুট ২ ইঞ্চি। আর যদি মিটার হিসাব করা হয় তখন ছেলেদের উচ্চতা ১.৬৭ মিটার এবং মেয়েদের উচ্চতা ১.৫৭ মিটার। এ থেকে কম হলে তারা আবেদন করতে পারবেন না। আর যদি আবেদন করার সময় কেউ ভুল তথ্য দেন তাহলে মাঠ পর্যায়ে গিয়ে তারা উত্তীর্ণ হতে পারবেন না। তাই পূর্ববর্তী সময় থেকে এই প্রস্তুতি গ্রহণ করবেন।
এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি থেকে।
আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৬ মার্চ পর্যন্ত।
আপনারা যারা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। তারা উপরে থেকে দেখে নেবেন। এখানে আরেকটা বিষয় লক্ষ্য নেওয়ার যে প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করা লাগে। অনলাইন ছাড়া এই ধরনের আবেদন গ্রহণ করা হয় না।