ডিপসিক এআই কি | ডিপসিক এআই ব্যবহারের নিয়ম
- আপডেট সময় : ০৬:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৩৮৩ বার পড়া হয়েছে
বর্তমান সময়ে আলোচনার শেষে রয়েছে ডিপসিক এআই What is Deepseek Ai? । আজকের ডিপসিক এআই কি এবং ডিপসিক এআই ব্যবহারের নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন আলোচনা করা হচ্ছে। যাতে করে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে জানতে পারেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি
প্রথমে আপনাদেরকে জানাবো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং এটি কিভাবে কাজ করে থাকে। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে কৃত্রিম ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়ে থাকে। ছবি তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কোডিং পর্যন্ত এর মাধ্যমে করা সম্ভব। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কোন জটিল সমস্যার সমাধান করাই হচ্ছে এই এআই। আর বর্তমানে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সারা বিশ্বজুড়ে ব্যাপক পরিবর্তন এসেছে।
কারণ এখন অধিকাংশ জটিল সমস্যার সমাধান গুলো এই মাধ্যমে করা হয়ে থাকে। এতে করে শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম কমে গিয়েছে আর কাজের চাপে গেছে অনেকটা। অনেকেই বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব কল্যাণের জন্য একটি আশীর্বাদ টেকনোলজি।
ডিপসিক এআই কি?
ইতিমধ্যে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব ঘটেছে আন্তর্জাতিক বিশ্বে। তার মধ্যে অন্যতম একটি ছিল চ্যাটজিপিটি এবং জেমিনি। কিন্তু এ সকল সবকিছুকে উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে আলোচনা শীর্ষস্থান জায়গা দখল করে রেখেছে ডিপ সিক এআই। যা সারা বিশ্বজুড়ে অন্যতম একটি আলোড়ন ফেলেছে। আজকে আমরা এই প্রযুক্তি সম্পর্কে জানব।
চীন বরাবরই কোন না কোন আবিষ্কার এনে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আর তারা এবার এনেছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার নাম হচ্ছে ডিপসিক এআই। ডিপসিক এআই ব্যবহারের নিয়ম সম্পর্কে পরে জানব। সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। বলা হচ্ছে এটি অফিসিয়াল ভাবে রিলিজ হওয়ার পর অ্যাপল স্টোর থেকে সর্বোচ্চ সংখ্যক বার এটি ডাউনলোড করা হচ্ছে। হঠাৎ করে এর দ্রুত জনপ্রিয়তা এসে গেছে প্রথম থেকেই। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক এন্দ্রিসেন বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জগতে এটি একটি যুগান্তরে আবিষ্কার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই কোম্পানির তুলনায় এর খরচ ব্যাপক পার্থক্য রয়েছে। বেশ কয়েকটি মাধ্যম থেকে জানাই গিয়েছে মূলত খরচ ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে এর প্রতিযোগিতা হিসেবে অনেক শক্তিশালী।
আর এর মূল প্রতিষ্ঠানটি জানিয়েছেন এই মডেল বাজারে শীর্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চার জিপিটির সমকক্ষ। একই সঙ্গে বলেছেন তাদের এই মডেলের তৈরি খরচ অনেক কম তাদের থেকে। এই কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে ২০২৩ সালের জুলাই। তবে জনপ্রিয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ২০২৫ সালের ১০ জানুয়ারি রিলিজ পায়।
ডিপসিক এআই ব্যবহারের নিয়ম
এটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে যেকোনো একটি ব্রাউজার অথবা এর অ্যাপ ডাউনলোড করতে হবে। যারা ব্রাউজার থেকে প্রবেশ করতে চান তারা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করুন। আর যারা অ্যাপ ডাউনলোড করে ঢুকতে চান তারা। এখানে প্রবেশ করার পর তাদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য প্রথমে ই মেইল দিতে হবে এবং তারপর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। এরপর আপনি এটি সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই ওই ইমেইল একটি কোড যাবে সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে লক্ষণের বিষয়ে যে কিছু সময় অনেকগুলো মেইলে এই কোড যায় না সে ক্ষেত্রে আপনারা ইয়াহু মেইল ব্যবহার করতে পারেন অথবা আউটলুক মেইল। তারপর অনলাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মত এই ডিপসিক এআই ব্যবহার করার নিয়ম।
ডিপসিক এআই কি?
এটি হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যা চ্যাট জিপিটির মতো।
ডিপসিক এআই কিভাবে ব্যবহার করা হয়?
এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর বাকি পদ্ধতি ব্যবহারের নিয়ম উপরে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য গুলো দেখতে পারবেন।
ডিপসিক এআই আবিষ্কারক কোন দেশ?
এটি আবিষ্কার করেছেন চীন।
চ্যাট জিপিটি নাকি ডিপসিক এআই সেরা?
এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না তবে বেশ কয়েকদিন পর বুঝতে পারা যাবে কোনটি সেরা।