ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন
- আপডেট সময় : ০২:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৪৬ বার পড়া হয়েছে
অবশেষে নির্ধারণ করে দেওয়া হয়েছে ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ থেকে। কাদের উপর ফিতরা ফরজ করা হয়েছে এবং তাদেরকে দিতে হবে সে বিষয় সম্পর্কেও আপডেট তথ্যগুলো জানানো হচ্ছে আপনাদেরকে। যাতে করে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা আগামী সকল তথ্যগুলো জানতেও বুঝতে পারেন।
রমজানের সময় তাই সকল মুসলমানেরা ফিতরা আদায় করতে হয়। আর এই ফিতরা আদায় করতে হয় প্রত্যেক মানুষের হিসাব করে। ফিতরার মাধ্যমে সকল বিপদ আপদ কাটিয়ে তুলতে হয় এবং রমজান মাসের রোজার সময় যদি কোন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে রমজানের তাহলে সেটির ক্ষতিপূরণ হিসেবেও এটি কার্যকারিতা হয়ে থাকে। এমনটাই জানা গেছে ইসলামিক সকল তথ্য থেকে।
শুধু তাই নয় এ ফিতরা রয়েছেন নানা ধরনের উপকারিতা এবং গুনাগুন যার মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটি সমঝোতা হিসেবে ভাতৃত্বের নতুন বন্ধন তৈরি করে। তাই এই সকল ফিতরা আদায় করতে হবে আর আমাদের মধ্যে পরস্পরের মধ্যে সমঝোতা আনতে হবে। আর এই নিয়ম চলমান রয়েছে ইসলামের প্রায় শুরু থেকেই। তবে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যে কাদের এই ফিতরা আদায় করতে হবে এবং কাদেরকে দিতে হবে সে বিষয় সম্পর্কে। আর এই প্রতিবেদনে এ সকল বিষয়গুলো তুলে ধরতে হচ্ছে এখন যা ইসলামিক ফাউন্ডেশন অনুসারে তথ্যগুলো উপস্থাপন করা হবে। একটি বিষয়ে ফিতরা অবশ্যই ঈদুল ফিতরের নামাজের পূর্বেই আদায় করতে হয়। তাই আমাদের অবশ্যই এ বিষয়ে সচেতন থাকতে হবে।
ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। মূলত ইসলামের উন্নয়ন এবং যাবতীয় সকল কার্যক্রম ও সরকারিভাবে পালন করে থাকেন এই কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানটি। রমজানের সময় চাঁদ দেখা কবে ঈদ উদযাপন করা হবে এবং বিভিন্ন মসজিদসহ ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামগত উন্নয়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা এর কাজ। প্রতিবছর রমজানের সময় নির্ধারণ করে দেয় সর্বনিম্ন ফিতরা কত এবং সর্বোচ্চ ফিতরা কত।
প্রতিবারের মতো এবারও নির্ধারণ করে দেয়া হয়েছে এর সর্বনিম্ন ফিতরা হচ্ছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ফিতরা হচ্ছে ২৮০৫ টাকা। অর্থাৎ ২০২৫ সালের ইসলামিক ফাউন্ডেশন এর তথ্য অনুসারে এই ফিতরা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সামর্থ্য অনুযায়ী ১১০ টাকা থেকে ২৮০৫ টাকা কিংবা এর অধিক দিতে পারেন। গত বছরে এর ফিতরা পরিমাণ ছিল ১১৫ টাকা থেকে ২৯৭০ টাকা পর্যন্ত। মূলত ফিতরার হার নির্ধারণ করা হয় গম বা আটা। ১ কেজি ৬৫০ গ্রাম এর বাজার মূল্য ১১০ টাকা হিসাব করে সর্বনিম্ন নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর পনির ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ২৮০৫ টাকা ধরে দেওয়া হয়ছে। এমনটা করে দিয়েছেন ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন থেকে। তবে যাদের সামর্থ্য বেশি তারা এর থেকে বেশি মূল্যে দিতে পারেন।
ফিতরা কাদের দেওয়া ওয়াজিব
ফিতরা দেওয়া একটি ওয়াজিব কাজ আর এটি কাদের উপর দেওয়া হয়েছে সে বিষয়েও তথ্য দেওয়া হয়েছে। এটি একটি যাকাতেরই একটি অংশ বা প্রকার হিসেবে ধরা হয়ে থাকে। আর এই ফিতরা বিভিন্ন হাদিস থেকে জানা গিয়েছে ছোট বড় স্বাধীন সবার উপর ওয়াজিব। আর এটি তাদের ওপর ওয়াজিব এ বিষয়টি সম্পর্কে আপনাদের নিকটস্থ জেনে নিবেন তাহলে সেটি সবচেয়ে ভালো হয়।
বেশিরভাগ সময়ে সাদকাতুল ফিতর আদায় করতে হয় খাদ্যের উপরে আর এই খাদ্যগুলো হচ্ছে খেজুর, কিসমিস, যব কিংবা পনিরের মাধ্যমে। কারণ এর মাধ্যমে আদায় করা হয়ে আসছে বহু আগে থেকেই এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ থেকেও। তাই আমাদের প্রত্যেকের উচিত ঈদুল ফিতরের নামাজের পূর্বে এ সদকাতুল ফিতর আদায় করা। এই ছিল ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বশেষ তথ্য। এরকম আরো অন্যান্য তথ্যগুলো জানতে হলে আমাদের সাথে থাকবেন অবশ্যই।