শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২৫
- আপডেট সময় : ০৩:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৫ বার পড়া হয়েছে
চলতি বছরের জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট শিক্ষাবৃত্তি। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাবেন যা শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে।
গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় এর শিক্ষা বোর্ড অবস্থান করছে। এই শিক্ষা বোর্ডের আন্ডারে রয়েছে স্নাতক থেকে উচ্চতর ডিগ্রী পর্যন্ত নানা ধরনের কোর্স। সারা বাংলাদেশ জুড়ে প্রায় কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের কোর্স চলমান আছে। আর এখানে রয়েছে কয়েক লক্ষ শিক্ষার্থী। যারা এখানে সরাসরি পড়াশোনা করে থাকেন।
নির্দিষ্ট পদ্ধতিতে এখানে তারা ভর্তি হন এবং পড়াশোনা চালিয়ে যান। এখানকার অধিকাংশ শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। এছাড়াও এদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে বিভিন্ন বিচার বিবেচনা করে। যেমন রয়েছে বিভিন্ন ধরনের উপবৃত্তি এবং শিক্ষাবৃত্তি সহ অন্যান্য বিষয়গুলো। যার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে।
শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২৫
এবারের নতুন একটি শিক্ষাবৃত্তি চালু হতে যাচ্ছে যা সংশ্লিষ্ট বিষয়ে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এবং কোটা সংস্করণ আন্দোলনের প্রক্রিয়ায় মারা গিয়েছেন রংপুরের আবু সাঈদ এবং ঢাকার মুগ্ধ। তাদের স্মরণে এবং শ্রদ্ধা একটি শিক্ষাবৃত্তি রাষ্ট্র চালু করতে চাচ্ছেন তা তো বিশ্ববিদ্যালয়। মূলত এটি একটি স্কলারশিপ পদ্ধতি থাকবে। ইতিমধ্যে এ বিষয়টি সিদ্ধান্ত হয়ে বলেছে জানা গেছে কয়েকটি মাধ্যমে।
আগামী অর্থ বছরে অর্থাৎ জুন মাস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশজুড়ে প্রায় ২৫০০ কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সুযোগ পাবেন। গত সোমবার ৩ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্য ডেলি ক্যাম্পাসকে এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে। কিন্তু শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট শিক্ষাবৃত্তি কলেজের সংখ্যা, কোন কোন যোগ্যতা এবং কত টাকার পরিমান তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা যাচ্ছে। এ সময় আরেক অধ্যাপক বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সকল সময় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার কথা চিন্তা করে। এবার তাই আমরা আবু সাঈদ ও মীর মুগ্ধের নামে একটি স্কলারশিপ চালু সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। অন্যদিকে আর্থিক বিষয়গুলো নির্ধারণের জন্য ফাইন্যান্স কমিটির অনুমোদন প্রয়োজন হয়। তাই কিছুটা বিলম্ব হচ্ছে। খুব শীঘ্রই এটি সম্পর্কে অফিশিয়াল ভাবে জানানো হবে।
আগামী অর্থবছরে এই শিক্ষাবৃত্তি চালু পরিকল্পনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছরের যেহেতু এর মধ্যেই অর্ধেক পার হয়ে গিয়েছে। পাশাপাশি এখন আমরা প্রস্তুতি সম্পন্ন হয়নি। তাই আমরা আগামী বছর থেকেই এ সিদ্ধান্ত অর্থাৎ জুন মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য চেষ্টা করব। তবে লক্ষণীয় বিষয় যে এই শিক্ষাবৃত্তির অর্থ বা টাকা কলেজ কে বহন করতে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এ অর্থ বহন করবে সরাসরি। আর কি পরিমান অর্থ দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে খুব শীঘ্রই জানানো হবে। তবে এ ব্যাপারে গত নভেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশ ব্যাপী সকল কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট শিক্ষাবৃত্তি চালু করার ঘোষণা দিয়েছিলেন উপাচার্য।
খুব শীঘ্রই এর সম্পর্কে বিস্তারিত তথ্য আসতে চলেছে। আপনারা যারা এর সম্পর্কে জানতে চান তারা অপেক্ষা করুন এবং দেখে নিন এখান থেকে পরবর্তী আপডেট।