ঈদে সরকারি ছুটি কতদিন ২০২৫
- আপডেট সময় : ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১৭৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন ঈদে সরকারি ছুটি কতদিন থাকবে। কারণ ২০২৫ সালে রমজানের ছুটি শেষে ঈদের ছুটি পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন একসঙ্গে। তাই আজকে আমরা সেই বিষয় নিয়ে জানবো যাতে করে আপনারা সংকৃষ্ট বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যান।
২০২৫ সালের ঈদের ছুটি কতদিন
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর উদযাপনের জন্য বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করা হয় সরকারিভাবে। ঈদুল ফিতরের পূর্বে রমজানের সময় ৩০ টি রোজা পালন করতে হয়। আর এই ৩০ টি রোজা পালনের সময় সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। প্রতিবছরের মতো এবারও এখানে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, ইফতেদায়ী বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। রমজানের সময় রোজা পালন করতে পারে এবং শিক্ষকরাও ভালোভাবে সময় কাটাতে পারে মহান আল্লাহতালার ইবাদত বন্দেগি করার জন্য। তবে যাই হোক এখন আমরা জানবো মূলত অফিস আদালত কখন ছুটি ঘোষণা করা হবে এবং কখন থেকে ঈদের ছুটি কাটাতে পারবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সরকারি অফিস আদালত গুলো তাদের যথাযথ নিয়মে চলবে এবং নির্দিষ্ট সময়ের পর তাদের বন্ধ ঘোষণা করা হবে।
ঈদে সরকারি ছুটি কতদিন ২০২৫
এবারের ঈদের সরকারি অফিস কত দিন ছুটি থাকবে সে বিষয়ে একটি তথ্য জানা গিয়েছে। বলা হয়েছে এই ঈদের ছুটি ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এটি পরিষ্কারভাবে বলা যায়নি তবে ধারণ করা হচ্ছে এই ছুটি এই সময় পর্যন্ত থাকবে বলে আশা করা যায়।
কিন্তু ২৯ মার্চ থেকে ছুটি থাকলেও এর মধ্যে রয়েছে বিশাল ব্যবধান এবং বেশ কিছু মজাদার তথ্যগুলো। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবস আর এই সময় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে আর বেশ কিছু প্রতিষ্ঠানে এর বিভিন্ন কার্যক্রম চলমান থাকে উদযাপন উপলক্ষে। আবার অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি হচ্ছে শবে কদরের বন্ধ। আবার ২৯ তারিখ থেকে সরকারি ছুটি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে ঈদে সরকারি ছুটি কত দিন 2025 এ বিষয় সম্পর্কে তথ্য। এ বিষয়ে আমরা নিশ্চিত হলে আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের পত্রিকা বেশি বেশি গঠন এবং দেখে নিন আপডেট।
তবে একটি বিষয় যে সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই সকাল ৯ টা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো। তবে এটি শুধু রমজানের সময়।