গোপালপুরের মধ্যে দর্শনীয় স্থান কোনগুলো
- আপডেট সময় : ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে গোপালপুরের মধ্যে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। শুধু গোপালপুর নয় গোপালপুরের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান রয়েছে সে স্থান সম্পর্কে আলোচনা করা হবে যাতে একসাথে সকল জায়গাগুলো দেখতে পারেন ভ্রমণের ক্ষেত্রে।
টাংগাইল থেকে গোপালপুর যাওয়ার পদ্ধতি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল জেলা গুলোর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে এই টাঙ্গাইল জেলা। আর অন্যদিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মধ্যে একটি উপজেলা হচ্ছে এই গোপালপুর যা থানা হিসেবেও পরিচিতি লাভ করেছে এর জনপ্রিয়তা। আর এই উপজেলা প্রায় কয়েক কিলোমিটার নিয়ে করে উঠেছে। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের খেলা এবং মানুষের তৈরি বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানগুলো। যেখানে সারা বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ এই ছোট অঞ্চলে ভ্রমন করতে যান। এ ভ্রমণের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয় সেটি হচ্ছে এখানে কিভাবে ভ্রমণ করবেন টাঙ্গাইল থেকে কিংবা ঢাকা থেকে।
যখন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভ্রমণ করেন তখন প্রথমে তারা নামের টাঙ্গাইলে। টাঙ্গাইলে নামার পর টাংগাইল নতুন বাস স্ট্যান্ড কিংবা বাইপাস থেকে সরাসরি গোপালপুরের বাস পাওয়া যায়। আর এই গোপালপুর এর রয়েছে অনেক দর্শনীয় এবং সুন্দর সুন্দর স্থান যেখানে প্রতিবছর মানুষ ঘুরতে আসে। তাই আপনারা এই গোপালপুর বাস স্ট্যান্ডে দেবে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারবেন তার নিচে দেওয়া হল।
গোপালপুরের মধ্যে দর্শনীয় স্থান কোনগুলো
এই গোপালপুরে অনেকে ভ্রমণ করতে আসেন এবং শিক্ষা সফরে এসে থাকেন। কিন্তু এর মধ্যে অনেকেই জানেন না কোন অঞ্চল ভালো এবং কোন অঞ্চলে ঘুরতে গেলে একসঙ্গে পাইতে জায়গা দেখতে পারবেন। যারা সময় হাতে নিয়ে আসেন তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০১ গম্বুজ মসজিদ গোপালপুর
প্রায় দশ বছর ধরে তৈরি হচ্ছে এই মসজিদ। এ ২০১ গম্বুজ মসজিদের জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। মূলত এবাদতের জন্য এই মসজিদ তৈরি করা হয়েছে। কিন্তু প্রতিবছর এখানে প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন সময় ভ্রমণে এসে থাকেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন। কেননা এই মসজিদটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর। এছাড়া অনেকে নামাজ পড়তে এখানে আসেন। এটি গোপালপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে মাত্র ২০ মিনিট থেকে ৩০ মিনিট পশ্চিম দিকে অবস্থিত পাথালিয়া অঞ্চলে।
হেমনগর রাজবাড়ি
আপনি যদি এই মসজিদ দেখতে আসেন তাহলে এর অন্যতম একটি দর্শনীয় স্থান দেখতে পারেন। আরে এই স্থানটি হচ্ছে হেমনগর। এখানে রয়েছে একটি রাজবাড়ী যা একশত বছরের অধিক সময় ধরে পুরাতন। যারা এই অঞ্চলে আসবেন তারা এখানে রাজবাড়ী দেখতে পারবেন এবং এর পুকুর গুলো দেখতে পারবেন যা আপনার প্রাচীন দিনের কথা মনে করে দেবে।
যমুনা নদী
গোপালপুরের কিছু অংশ যমুনা নদীর পাড়ে রয়েছে। বিশেষ করে নলিন অংশ যমুনা নদীর একদম কাছাকাছি। গোপালপুরের মধ্যে দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি। ভরা মৌসুমে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পানির এবং পানি কম থাকলে এর চরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এই ছিল সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন এরকম আরো অন্যান্য অঞ্চলের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হলে আমাদের সাথে থাকবেন। এখানে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
Related: ঢাকা থেকে গোপালপুর যাওয়ার নিয়ম