জামায়াতে ইসলামী বিভিন্ন আসনের প্রার্থীদের তালিকা
- আপডেট সময় : ০২:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭৩ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী প্রার্থীদের তালিকা প্রকাশিত করেছে বিভিন্ন আসনের। আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকাশিত তালিকার সম্পর্কে জানব। কারণ কোন আসনে কাদেরকে মনোনীত করা হয়েছে এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে সে বিষয় নিয়ে।
বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের পুরাতন দলগুলোর এবং জনপ্রিয় দলগুলোর মধ্যে একটি হচ্ছে একটি। সামনে আসছে জাতীয় নির্বাচন আর এ নির্বাচনী উপলক্ষে তাদের চলছে নানা ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে কোন আসন থেকে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে তার ঘোষণা দিয়েছে সাম্প্রতিক সময়ে এই দলটি।
তবে ইতিমধ্যে দেশটি আসনে এই নামের তালিকা প্রকাশিত করেছেন তারা। আজকে এখন এ সকল নামের তালিকা নিচে তুলে ধরা হলো।
জামায়াতে ইসলামী বিভিন্ন আসনের প্রার্থীদের তালিকা
তারা যে তালিকা প্রকাশিত করেছে তার মধ্যে টাঙ্গাইল জেলায় ৮টি আসন, ময়মনসিংহের ১১ টি এর মধ্যে দশটি আসন এবং নেত্রকোনার পাঁচটি আসন এর তালিকা প্রকাশ করেছে। চলুন এখন আমরা এই তালিকা দেখি।
জামায়াতে ইসলামী সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের তালিকা ২০২৫
টাঙ্গাইল-১ — (মধুপুর-ধনবাড়ী): অধ্যক্ষ মন্তাজ আলী,
টাঙ্গাইল-২ — (ভুঞাপুর-গোপালপুর): হুমায়ূন কবীর,
টাঙ্গাইল-৩ — (ঘাটাইল): হুসনে মোবরক বাবুল,
টাঙ্গাইল-৪ — (কালিহাতী): প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক,
টাঙ্গাইল-৫ — (টাঙ্গাইল সদর): আহসান হাবীব মাসুদ,
টাঙ্গাইল-৬ — (বাসাইল-সখীপুর): শফিকুল ইসলাম খান,
টাঙ্গাইল-৭ — (মির্জাপুর): অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার,
টাঙ্গাইল-৮ — (দেলদুয়ার-নাগরপুর): ডাক্তার আব্দুল হামিদ
নেত্রকোনা-১, — দূর্গাপুর-কলামাকান্দা আসনে আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম,
নেত্রকোনা-২, — সদর-বারহাট্রা আসনে অধ্যাপক মাওলানা এনামূল হক,
নেত্রকোনা-৩, — আটপাড়া কেন্দুয়া আসনে দেলাওয়ার হোসেন সাইফুল,
নেত্রকোনা-৪, — মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে অধ্যাপক আল হেলাল তালুকদার,
নেত্রকোনা-৫, — পূর্বধলা আসনে জেলা জামায়াতে ইসলামীর অধ্যাপক মাসুম মোস্তফা
ময়মনসিংহ-১ — (হালুয়াঘাট-ধোবাউড়া) – আসনে মাহফুজুর রহমান,
ময়মনসিংহ-২ — (ফুলপুর-তারাকান্দা) – আসনে মাহবুব মণ্ডল,
ময়মনসিংহ-৩ — (গৌরীপুর) – আসনে মাওলানা বদরুজ্জামান,
ময়মনসিংহ-৪ — (সদর) – আসনে কামরুল হাসান,
ময়মনসিংহ-৫ — (মুক্তাগাছা) – আসনে মতিউর রহমান আকন্দ,
ময়মনসিংহ-৬ — (ফুলবাড়িয়া) – আসনে কামরুল হাসান,
ময়মনসিংহ-৭ — (ত্রিশাল) – আসনে আসাদুজ্জামান,
ময়মনসিংহ-৮ — (ঈশ্বরগঞ্জ) – আসনে মঞ্জুরুল হক,
ময়মনসিংহ-১০ — (গফরগাঁও) – আসনে ইসমাইল হোসেন
ময়মনসিংহ-১১ — (ভালুকা) – আসনে সাইফ উল্লাহ পাঠান
আপনারা উপরে দেখেন জামায়াতে ইসলামী বিভিন্ন আসনের প্রার্থীদের তালিকা। এই তালিকা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে বা সংশোধন করা হতে পারে। এমনটাও জানানো হয়েছে।