ছাত্রদের নতুন সংগঠনের নাম কি | ছাত্রদের নতুন দলের নাম
- আপডেট সময় : ০৬:০০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২২ বার পড়া হয়েছে
অনেকেই জানতে চাচ্ছেন ছাত্রদের নতুন সংগঠনের নাম কি? কারণ ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সংগঠন নিয়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এখন আমরা এই সংগঠনের নাম জানি এবং তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো দেখে নেই।
ছাত্রদের নতুন দলের নাম কি
বর্তমান সময়ে আলোচনা শেষে রয়েছে ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে। কারণ তাদের এই দলে কারা কারা থাকছে এবং দলের নাম কি দেওয়া হচ্ছে কারা কোন পদে দায়িত্ব পালন করবে সে বিষয় সম্পর্কে। এখন আমরা ফিরে যাই এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। ২০২৪ সালের জুলাই বিপ্লবের কাছে আগস্ট শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। একই সঙ্গে তার মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য নেতাকর্মীরা এখান থেকে চলে গিয়েছেন।
ছাত্র সংগঠনের নাম কি?
আর এই সময় নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আর এই নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ডক্টর মুহাম্মদ ইউনুস। আর এই ইউনুস সরকারের সহযোগিতা করার জন্য রয়েছে সহকারী উপদেষ্টা সমূহ। এই সকল উপদেষ্টার মধ্যে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। যেমন ছিলেন নাহিদ হাসান, আসিফ মাহমুদ এবং অন্যান্য দায়িত্ব পালন করেছেন তার সহযোগিতা হিসেবে। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো তাদের এই নতুন দল গঠন নিয়ে অন্যান্য তথ্য যা আপনাদের জানার আগ্রহ রয়েছে অনেক বেশি।
ছাত্রদের নতুন সংগঠনের নাম কি
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ‘। আর এই তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। অথবা আপনারা সরাসরি আমাদের এই প্রতিবেদনে প্রবেশ করেই প্রকাশ হওয়া মাত্রই জানতে পারবেন। এজন্য আমাদের ফেসবুক পেইজ ফলো দিয়ে রাখুন তাহলে এ সংক্রান্ত বিষয় খুব দ্রুত জানতে পারবেন।
বৈষম্য বিরোধী ছাত্রদের দলের নাম কি?
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন নিয়ে নানা ধরনের চলছে আলোচনা সমালোচনা উভয়। আর এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই উপদেষ্টা নাইদ ইসলাম পদত্যাগ করেছেন গত মঙ্গলবার। আর অন্যদিকে আসিফ মাহমুদ খুব শীঘ্রই পদত্যাগ করবে বিষয়টি এমন জানা যাচ্ছে। আর এদিকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আবুবাকের নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন বুধবার বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন দেখেছেন। সেখানে ছাত্র সংগঠনের নাম বলা হবে। তাই এখানে ছাত্রদের নতুন সংগঠনের নাম কি সে বিষয় জানার জন্য আগ্রহ সবার।
একই সঙ্গে এখানে নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে উল্লেখ করা হয়েছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোন সম্পর্ক নেই। সারা দেশজুড়ে শিক্ষার্থীদের মতামত এবং জরিপের ভিত্তিতে এখানে সদস্য গ্রহণ করা হবে। অফলাইন এবং অনলাইন এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারক চালানো হবে। এখানে অন্যতম স্লোগান হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট। এই নীতিতে চলমান থাকবে।
যাইহোক ছাত্রদের নতুন সংগঠনের নাম কি সে বিষয় জানার জন্য আপনারা শেষ পর্যন্ত থাকুন। আমরা এ বিষয় নিয়ে আরো দ্রুত প্রতিবেদন প্রকাশ করব এবং সেখান থেকে জানতে পারবেন।