পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন
- আপডেট সময় : ০৪:৪৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮১ বার পড়া হয়েছে
আসছে সুখবর কারণ পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। এমন বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসুন এখন আমরা এ বিষয় সম্পর্কে জানি এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরি।
সারা বিশ্ব জুড়ে একটি পদ্ধতি চালান রয়েছে আর যেটির নাম হচ্ছে পাসপোর্ট। এ পাসপোর্ট এর মাধ্যমে যেকোনো দেশের নাগরিক অন্যান্য দেশে ভ্রমণ করার সুযোগ পেয়ে থাকেন। শুধুমাত্র দেশের ভ্রমণের ক্ষেত্রে নয় বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে এই পাসপোর্ট এর মাধ্যমে। যেমন ইন্টারন্যাশনাল ব্যাংক একাউন্ট কিংবা কোন ড্রাইভিং লাইসেন্স, ব্যবসা-বাণিজ্য এবং কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে বেশি। যার জন্য এই ধরনের ডকুমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে।
অন্যান্য দেশের মতো বাংলাদেশে রয়েছে পাসপোর্ট করার ব্যবস্থাপনা। তবে বিভিন্ন কাজ এবং ধরন অনুসারে পাসপোর্টকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তবে সে বিষয় সম্পর্কে আমরা পরে জানবো এখন আমরা জানবো সাম্প্রতিক সময়ে এই প্রকাশিত তথ্য সম্পর্কে।
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন
পাসপোর্ট করার জন্য প্রথমে প্রার্থীদের আবেদন করতে হয় তারপর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা লাগে। এ সকল প্রক্রিয়ার মধ্যে অন্যতম একটি ছিল পুলিশ ভেরিফিকেশন। যার কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হত এবং অনিয়মের বেশ অভিযোগ পাওয়া গেছে ইতিপূর্বে অনেক বেশি। আর এ বিষয়টি তুলে ধরতে এবং সমাধান করার জন্যই এ নিয়ম কার্যকর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
গতকাল ৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জানানো হয়েছে যে এখন থেকে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। যাতে করে সকল প্রকার অনিয়ম দূর হয় এবং দ্রুত জনসাধারণের কাছে পাসপোর্ট পৌঁছে যায়। একই সঙ্গে বলা হয়েছে এই বিষয়টি সংযুক্ত করা হচ্ছে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র এর সঙ্গে। এর মূল ভিত্তি হিসেবে এটি কাজ করবে। যদি এই দুটি ডকুমেন্ট সঠিক থাকে তাহলে পাসপোর্ট হয়ে যাবে অতি দ্রুত এবং সহজে।
গত কালকে বলা হয়েছে পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। আর এই নিউজটি ছড়িয়ে যাওয়ার পরে প্রচুর প্রশংসা করিয়েছেন জনগণ। কেননা এর মাধ্যমে সাধারণ জনগণ অতি দ্রুত পাসপোর্ট করতে পারবে এবং এর প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে পূর্বের তুলনায়।