সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ থাকবে আগামী ৯ মাস

- আপডেট সময় : ০১:০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
গত ২৯ ফেব্রুয়ারি ঘোষণা এসেছে সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ থাকবে আগামী ৯ মাস পর্যন্ত। আর এই বিষয় নিয়ে এই পর্যটন প্রেমীরা ব্যাপক আলোচনা করছেন। কারণ এখানে ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের একটি বাধা হতে যাচ্ছে বলে তারা মনে করছেন।
বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সেন্ট মার্টিন। মূলত বাংলাদেশের একদম দক্ষিণ দিকে এই পর্যন্ত অবস্থান করছে। চট্টগ্রামের উত্তর-পূর্ব দিকে এর অবস্থান। যেখানে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পর্যটন প্রেমিকরা ঘুরতে যান। শুধুমাত্র বাংলাদেশের নয় বাংলাদেশের বাইরে থেকেও এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন অনেকেই।
আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অনেকেই বারবার ফিরে আসেন এই অঞ্চলে। বলা হয়ে থাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় তিনটি পর্যটন কেন্দ্র মধ্যে একটি হচ্ছে এই সেন্ট মার্টিন। যাইহোক এখন আমরা সরাসরি চলে যায় মূল আলোচনায়।
সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ থাকবে আগামী ৯ মাস
এখানে ৩১ জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারছেন পর্যটকরা। কিন্তু আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এখানে ভ্রমণ করতে পারবেন না। আর এই আদেশ কার্যকরত থাকবে আগামী অক্টোবর মাসের ১ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোন পর্যটক এখানে ভ্রমন করতে পারবেন না।
সিদ্ধান্ত গ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আগের বছরগুলোতে ৩১ মার্চ পর্যন্ত ভ্রমণ করা হলেও এ বছরে তারা দুই মাস পূর্বে থেকে দেওয়া হচ্ছে। এ বিষয় নিয়ে অনেকেই আলোচনা করছেন কারণ ভ্রমণের সময়সীমা বাড়ানো উচিত। আবার অনেকে বলছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এর সময়সীমা করে দেওয়া দরকার।
এ সময়ের ভিতর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসগুলো থেকে বনভোজনের যায়। আর তাদের সুবিধার্থে এ সময় আরো একমাস বৃদ্ধি করা প্রয়োজন বলে দাবি করছেন অনেকেই। এখন পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ থাকবে আগামী ৯ মাস সিদ্ধান্তই রয়েছে। তবে পর্যটক প্রেমের যা বলছেন অবশ্যই এই সময় সীমাহীন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।