২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি
- আপডেট সময় : ০৩:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি? কারণ এই বিষয় নিয়ে ইতিমধ্যে গতকালকে একটি ঘোষণা প্রকাশ হয়েছে। যার কারণে সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশের সাধারণ মানুষেরা এ বিষয়টি জানতে চাচ্ছেন। চলুন এখন আমরা সে বিষয়ে সম্পর্কে জানি।
২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি?
গত ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হয়েছে ২৫ ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। মূলত ২০০৯ সালে বিডিআর হামলায় বাংলাদেশে প্রায় ৭০ জনের বেশি তরুণ সেনা কর্মকর্তা মারা যান। এছাড়া বেশ কয়েকজন মানুষ নিহত হন এবং আহত হয়েছিলেন অনেকেই। তাদের এই স্মরণে এবং শ্রদ্ধা জানাতে ২৫ ফেব্রুয়ারিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই দিবসের নাম হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। দুই হাজার পঁচিশ সাল থেকে এটি পালন করা হবে।
তবে কিভাবে পালন করা হবে এবং কোন কোনটি প্রতিষ্ঠান অফিসিয়াল ভাবে পালন করবেন সে বিষয়ে স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি। আমরা এ বিষয়ে জানা মাত্রই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিব।
২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?
আমরা সর্বশেষ তথ্য অনুসারে জানতে পেরেছি এই জাতীয় সেনা দিবস উপলক্ষে কোন সরকারি ছুটি থাকবে না। অর্থাৎ বাংলাদেশের অন্যান্য অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান যথাসময়ে চলমান থাকবে। আর নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট করতে পক্ষ এ দিন বন্ধ ঘোষণা করতে পারে আর এবং এই দিন উদযাপন করতে পারে। এমনটাই জানা গিয়েছে বেশ কিছু তথ্য অনুসারে।
উপরের এই উল্লেখ অনুসারে জানা যাচ্ছে যে ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি থাকছে না। তাই বিভিন্ন অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তাদের যথা নিয়মে কার্যক্রমে চালমান রাখবেন। আর শিক্ষার্থীদেরও এদিন বন্ধ দেওয়া হবে না সুতরাং সবাই যার যার মত নিজের কার্যক্রমও চালিয়ে যেতে থাকবে। এই সংশ্লিষ্ট বিষয়ে যদি কোন আপডেট নোটিশ আসছে তাহলে আপনাদেরকে তা জানিয়ে দেবো আমরা।