মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
- আপডেট সময় : ০৭:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১৮৮ বার পড়া হয়েছে
এবার মরণোত্তর স্বাধীনতা পদক আবরার ফাহাদ পাচ্ছেন। আজকে আমরা তার এই পুরস্কার পাওয়ার কারণ এবং তার পরিচয় সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো। যাতে করে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আপনারা ধারণা পান এবং জানতে পারেন অনেক তথ্যবহুল সংবাদগুলো।
আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন
প্রথমে আমরা জানবো তিনি কে এবং তার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তিনিও ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন শিক্ষার্থী। তিনি 1998 সালে 12ই ফেব্রুয়ারি কুষ্টিয়ার জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ৭ অক্টোবর ২০১৯ সালে ঢাকাতে। কি ঘটেছিল তার সঙ্গে সে বিষয় সম্পর্কে জানানো হবে এখন।
তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন এবং তৎকালীন সময়ে তিনি তার হলে অবস্থান করছিলেন। একটি ফেসবুক পোস্ট এবং বিভিন্ন প্রতিবাদের কারণে তাকে একদল ছাত্রলীগ শিক্ষার্থীরা একটি ঘরের ভিতরে নিয়ে আটকে রাখে। আর সেখানে রাতভর নির্যাতন করা হয় এবং সর্বশেষে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে যায় এবং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্রার্থনা সহ বিভিন্ন নিউজগুলোতে। ব্যাপক সমালোচিত হয়ে থাকে ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর অবশেষে তাদের অর্থাৎ তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ২০২১ সালে ৮ ডিসেম্বর ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
কিন্তু বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটি গণমাধ্যমে জানা গেছে কয়েকজন আসামি পলাতক রয়েছে এবং জেল থেকে পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করছেন তার পরিবার এবং অন্যান্য শিক্ষার্থীরা।
মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
সোমবার ৩রা মার্চ সামাজিক একটি গণমাধ্যমে ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন তার আইডি থেকে আপনার ফাহাদের দেশের সর্বোচ্চ সম্মাননা পাওয়ার তথ্যটি। তিনি একই সঙ্গে আরো লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তার এই সাহসিকতার প্রতি, মুক্ত চিন্তা ভাবনা একটি প্রতিচ্ছবি হচ্ছে আবরার ফাহাদ। তিনি আরো লিখেছেন মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ এ তাকে এই আত্ম থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার এই আদর্শ আমাদেরকে আরো আলোকিত করবে এবং ন্যায় বিচারের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। যাতে তোমাকে ভুলবে না।
তার এই ফেসবুক পোস্ট এবং এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে এটি ছড়িয়ে গিয়েছে। আর এর মধ্যে এটি চারদিকে খবর হয়ে গিয়েছে আর তাকে সম্মাননার কথা অনেক প্রশংসা করেছেন। এই ছিল মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ খবর।