স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
- আপডেট সময় : ১০:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২১৬ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছে। কে এই দাবি করছে এবং মূলত কখন থেকে এ বিষয়ে জানার জন্য আপনাদেরকে এ প্রতিবেদন পড়তে হবে শেষ পর্যন্ত। চলুন এখন আমরা এই তথ্যগুলো দেখি।
জুলাইয়ের গন অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এরপর অন্তর্বর্তীকালীন সরকার আসেন। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ডঃ মুহাম্মদ ইউনুস। আর তার সরকারি উপদেষ্টা হিসেবে থাকেন আরো অনেকেই বিভিন্ন পদ অনুসারে। তার মধ্যে অন্যতম একটি উপদেষ্টা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও ইতিমধ্যে একবার এই পদের ব্যক্তি পরিবর্তন এসেছে।
সাম্প্রতিক সময়ে বর্তমান এই পদের উপদেষ্টা পরিবর্তনের দাবি জানাচ্ছেন। আসুন এখন আমরা নিজের থেকে সে বিষয়টি সম্পর্কে দেখে নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
২ ফেব্রুয়ারি বিকাল পৌনে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী এর রাজু ভাস্কর্যের পাদদেশ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিকে মিছিল বের করেন একদল। তাদের দাবি রাষ্ট্রীয় বাহিনীর তদারকিতে জুলায় হত্যাকাণ্ডের জড়িতদের নিরাপদ একজিট দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায় নেওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা স্বরাষ্ট্রপতালায় ঘেরাও করতে চাচ্ছেন। এমনটাই জানা গেছে ইনকিলাব মঞ্চ থেকে। এর আগে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সংক্ষিপ্ত ভাবে বিক্ষোভ সমাবেশ করেন এবং তাদের দাবি তুলে দেন।
তাদের দাবিগুলো হচ্ছে:
১. অবশ্যই জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায়ে এই স্বরাষ্ট্র প্রদেশ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আগামী ২০ ফেব্রুয়ারি এর মধ্যে জুলাই হত্যাকাণ্ড এর বিচার পরিপূর্ণ রুপরেখা সরকারকে প্রকাশ করা লাগবে।
২. সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা দিতে হবে।
৩. চট্টগ্রামে যে কর্মকর্তারা সন্ত্রাসীদের পালাতে সাহায্য করছেন এবং প্রতিবাদী ছাত্রদের উপর হামলা করেছেন অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনা লাগবে।
৪. সামরিক কর্মকর্তা ও যেসব আমলারা গণহত্যাকারীদের পুনর্বাসনে মদত দিচ্ছেন। তাদের প্রতি বিলম্বে সনাক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে।
সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে চাচ্ছেন তারা। এ বিষয়ে পরবর্তী খবর পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের এই নিউজ পড়ুন নিয়মিতভাবে।