বাংলাদেশের স্টারলিংক আসতে চলেছে
- আপডেট সময় : ০৩:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮৮ বার পড়া হয়েছে
চারদিকে এখন যে বিষয়টি ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের স্টার্লিংক আসতে চলেছে এ বিষয়টি। আর এটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সত্যি কি আসতে চলেছে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই প্রতিবেদনে। আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর সাথে স্টারলিং এর অন্যতম ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং বিভিন্ন অনলাইন নিউজ প্ল্যাটফর্ম এবং অনলাইনে ঘুরে বেড়াচ্ছে।
গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ইলোন মাস্ক ও ডঃ মাহফুজ ইউনূসের মধ্যে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার পেজ নিজের মাধ্যমে জানা গিয়েছে তারা স্টার্লিং এর স্যাটেলাইটের যোগাযোগ ব্যবস্থাপনার রূপান্তর মূলক প্রভাবের উপরে জোর দেন। বিশেষ করে আমাদের দেশে উদ্যোগী যুব, দুর্বল নারী, গ্রামীন এবং প্রথমত জনগোষ্ঠীর জন্য। এ বিষয়ে আরো আলোচনা করেন যে কিভাবে দ্রুতগতির এবং কম খরচের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের বৈষম্য গুলো দূর করতে পারে। স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটাল বইসমূহ সুবিধা বঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতা করতে পারে এমন বিষয়ের জন্য। একই সঙ্গে কয়েক লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তাদের ন্যাশনাল এরিয়ার বাইরেও এক্সেস প্রদান করতে পারে যাতে করে।
তিনি আরো জানান স্টার লিংক এর সংযোগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নতুন সংযোগ তৈরি হবে যা দৃষ্টিতে ডিজিটাল অর্থনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে থাকবে। এছাড়াও তিনি দেশের সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃত্তির উদ্বোধন করার জন্য আজকের সাথে কাজ করার উৎসাহ প্রকাশ করেছেন। আরো জানা যায় এটি গ্রামীণফোন এবং গ্রামীণ ব্যাংকের একটি সম্প্রসারণ যা গ্রামের তরুণ এবং নারীদের বিশেষ সাথে সম্পৃক্ত করবে।
বাংলাদেশের স্টারলিংক আসতে চলেছে
তাদের এই বৈঠকের পরে অনেকে জানতে চাচ্ছেন যে সত্যি কি এখানে আসতে চলেছে নাকি। তবে এ বিষয় নিয়ে এখন পরিষ্কার কোন তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ এবং ইন্টারনেট ব্যবহারকারীরা যাচ্ছে এটি দ্রুত আসুক এবং সবার মধ্যে পৌঁছে যাক। এতে করে ইন্টারনেট ব্যবহার করা অতি সহজ এবং এর মধ্যে থাকা সিন্ডিকেট ভেঙে যাবে।
কেননা দীর্ঘ সময় ধরে স্টারলিংক আশা নিয়ে নানা ধরনের জল্পনা ছিল। আর বিশেষ করে ফ্রিল্যান্সাররা এবং ইন্টারনেট ব্যবহারকারীরা এটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত আছেন যদি এটি আসে তাহলে তাদের অনেক উপকার হবে এবং নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেকে জানতে চাচ্ছেন স্টারলিংক মূলত কি এবং কিভাবে কাজ করে থাকে। এটি হচ্ছে এক ধরনের ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠা বিখ্যাত কোম্পানি স্পেস এক্স এর একটি অংশ। অর্থাৎ এটি এর একটি প্রতিষ্ঠান যার অন্যতম একজন প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলন মাস্ক।
গত ১৩ই ফেব্রুয়ারি এই বৈঠক হয়েছে এখন দেখার অপেক্ষায় কবে নাগাদ এটি আসে এবং সত্যি এটি আসতে চলেছে কিনা সে বিষয় সম্পর্কে। বাংলাদেশে স্টারলিংক আসতে চলেছে এ বিষয়টি যাদের জন্য আপনারা তাদের প্রতি দেখুন এবং দেখে দিন এর সর্বশেষ খবর গুলো।